ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
গতকাল বরিবার পটুয়াখালীর বাউফল উপজেলার ছত্রকান্দা গ্রামের বৈরাগীবাড়ী সংলগ্ন খালে মাছ ধরতে গিয়ে মোটর বাইকের খোঁজ পায় লোকজন।
এলাকাবাসী জানায়, বিকেলে ভাটার সময় খালে মাছ ধরতে গিয়ে মোটর বাইকটি পানিতে ডুবে থাকাবস্থায় দেখতে পান। এ নিয়ে গ্রামে হৈচৈ পরে গেছে।
খালে বাইক পরে থাকার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে এসে এ্যাপাচে আরটিআর মডেলের লাল রংয়ের মোটর বাইক উদ্ধার করে। পরে ঘটনা জানাজানি হলে আদাবাড়িয়া ইউনিয়নের আতশখালী গ্রামের হান্নান প্যাদা মোটর সাইকেলটি নিজের বলে দাবী করে।
হান্নান পুলিশকে জানান, তিনি ঢাকায় থাকেন। বাড়ীতে থাকার সময় বাইকটি বরিশালে সার্ভিসিং করার পর বাড়ী ফেরার পথে ফুয়েল শেষ হয়ে গেলে সে রাস্তার পাশে লক করে রেখে যান। ফুলে নিয়ে ফিরে এসে দেখেন বাইক নেই।
হান্নান বাইকটি নিজের বলে দাবী করলেও তার হাতে হস্তান্তর করা হয়নি বাইকটি। কি কারনে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে নিশ্চিত হওয়ার মাধ্যমেই নেওয়া হবে সিদ্ধান্ত।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed