ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রাজশাহীর হয়ে খেলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। পারফর্ম করে জাতীয় দলে ফিরতে মরিয়া আশরাফুল ইউটিউব চ্যানেল নট আউট নোমানের সাথে আলাপকালে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা।
ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে চাওয়া আশরাফুল শতক করতে চান বঙ্গবন্ধু কাপে এবং শতকের বিষয় নিয়ে আলাপ কালে আশরাফুল মনে করিয়ে দেন ২০১৩ সালের বিপিএলে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে শতক করার কথা।
এটি সকলের জানা থাকলেও আরো একটি শতকের কথা জানান আশরাফুল। ২০০৭ সালে ধানমন্ডি আবাহনী মাঠে মোহামেডান বনাম সোনারগাঁও এর মধ্যকার টি২০ ম্যাচে মাত্র ৪১ বলে শতক হাঁকিয়েছিলেন। সে ম্যাচটি আইসিসি স্বীকৃত ছিলো না বলে রেকর্ড বুকে নেই।
আশরাফুল আরো জানান, সুযোগ হলে সেঞ্চুরী করতে চাই, দলের জয়ে অবদান রাখতে চাই। আমি বেস্ট পারফর্মার হতে চাই, টপ প্লেয়ারদের মধ্যে থাকতে চাই।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed