ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০
আশেকুর রহমান আশিক:
স্যার যখন ক্লাসে পড়া বোঝান তখন ছেলেটা (ফারহান)নানা প্রশ্ন করে স্যারদের ব্যতিব্যস্ত রাখেন।জানার জন্য প্রশ্ন করা কোন বদ- অভ্যাস নয়,তাই স্যাররা বিরক্ত হন না।কিন্তু সেদিন শুধু স্যার না ক্লাসের সকলে বিরক্ত হয়ে গেলো- স্যার পড়াচ্ছিলো –
হাটটি মাটিম টিম,
তারা মাটে পাড়ে ডিম,
তাদের মাথা খাড়া শিং।
সবাই পড়তেছে হঠাৎ ছেলেটা প্রশ্ন করে উঠে- স্যার–এটা পশু না পাখি?
স্যার বলল ছন্দ মিললেই হলো, এত জানার দরকার নেই।
আবার পড়াচ্ছে- পৃথিবীর কয় ভাগ মাটি আর কয় ভাগ পানি,
ছেলেটার পাল্টা প্রশ্ন -বর্ষাকালে নাকি শীতকালে?
স্যার এবার সবাইকে একটা গল্প শোনাচ্ছে -আমাদের নদীতে এক কোমর পর্যন্ত সবসময় পানি থাকে একদিন এক কুকুর সেই নদীর ওপার থেকে এপারে আসতেছিলো
হেটে হেটে- ততক্ষণে ছেলেটার প্রশ্ন স্যার যেখানে এক হাটু পানি হলেই কুকুর -কে সাঁতার কাটতে হয় সেখানে কিভাবে হেটে হেটে আসছিলো?
এবার স্যার রেগে গিয়ে গল্প বলা বন্ধ করে দিলো।
এবার কথা উঠলো ক্লাসের ফাস্ট বয় আরিয়ানকে নিয়ে,যেই পড়া সবাই পারেনা তা সে একনিমিশেই বলে দেয়- রিফাত বললো আমার মনে হয় তাকে কখনো কেউ পেছনে ফেলতে পারবেনা! সাথে সাথে ছেলেটি( ফারহান) বলে উঠলো আসলে কোন প্রতিপক্ষই অজয় নয়,যদি সুদৃঢ় আত্মবিশ্বাস, সঠিক মনোবল এবং পর্যাপ্ত পরিশ্রমে কেউ সামনে চলে।
তখন তুহিন বলে উঠলো তুমিত স্যারদেরকে বিরক্ত করা ছাড়া ভালো লেকচার ও দিতো জানো-এটা যদি এতই সহজ হয় তুমিই দেখাওনা ক্লাসের ফাস্ট বয় হয়ে।সবাই হাত তালি দিয়ে একই চ্যালেঞ্জকে আরো শক্তিশালী করে দিলো।
ফারহান রাগে ফুঁসতে ফুঁসতে বলে –আই অ্যাকসপ্ট ইউর চ্যালেঞ্জ।
তারপর পড়তে লাগলো, আর একটা কথায় লালন করতে লাগলো, আমিই জিতবো,ফারহান যত পড়ে তার তত আত্মশক্তি বেড়ে যায় আর মনোবল আরো সুদৃঢ় হয়,এখন তার বাবা মা ও অনেক খুশি তাদের ছেলে লেখা পড়া খুব মনোযোগী।
দেখতে দেখতে পরীক্ষা ও চলে এলো, সে খুব ভালো ভাবে পরীক্ষা দিলো,এবং পরীক্ষাকে নিলো একটা মজার খেলা হিসেবে।কারণ পরীক্ষাটাই হলো জীবনে উপরে উঠার সিঁড়ি। রেজাল্টের দিন আসলো,সকল স্যার সহ ছাত্রছাত্রীরা সবাই অবাক ফারহান নিজে ও অবাক, সে জানতো পরীক্ষা ভালো হবে কিন্তু জানতোনা এতোটা ভালো হবে,সে এখন ক্লাসের ফাস্ট বয়, আর সামনে এসএসসিতে স্কুলের একমাত্র ভরসা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed