ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
জুবায়ের আহমেদ:
ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ও অ-১৯ দলের সাবেক ক্রিকেটার সালমান হোসাইন ইমন। সর্বশেষ জাতীয় লীগে বরিশাল বিভাগের হয়ে ব্যাট হাতে এক ম্যাচে ৭২, ৫৩ ও অন্য ম্যাচে ৫০ রানের ইনিংস খেলা এই ব্যাটিং অলরাউন্ডার আসন্ন বঙ্গবন্ধু টি২০ কাপ ২০২০ এ মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবেন জেমকন খুলনার হয়ে।
ঘরোয়া ক্রিকেটে একজন হার্ডহিটার ব্যাটসম্যান হিসেবেই পরিচিত ২৬ বছর বয়সী সালমান ইমন ২০১১ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেটে। এ পর্যন্ত ৪৩ ম্যাচে ১ সেঞ্চুরী ও ১১ ফিফটিতে করেছেন ১৭৮০ রান। পেসার হিসেবে বল হাতে ইনিংসে ৫ উইকেট বেস্টে শিকার করেছেন ৩১ উইকেট।
জেমকন খুলনার স্কোয়াড
২০১৩ সাল থেকে লিষ্ট এ ক্রিকেটে এ পর্যন্ত খেলেছেন ৪৯ ম্যাচ। ব্যাট হাতে ১ সেঞ্চুরী ও ৯ ফিফটিতে করেছেন ১১৭৭ রান। বল হাতে ৩ উইকেট বেস্টে ১৩ উইকেট শিকার করেছেন। ২০১৩ সালে টি২০ অভিষেক হওয়া সালমান ঢাকা লীগের টি২০ টুর্নামেন্টে ১ ম্যাচ সহ ২ ম্যাচ খেলে ব্যাট হাতে ১৯ রান করেছেন।
সাকিব-রিয়াদের মতো তারকা ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে সালমান হোসেন ইমন স্বপ্ন ঘুড়িকে জানান,
নিয়মিত কঠোর পরিশ্রম করছি এবং সামনেও করবো। ভালো খেলে জাতীয় দলে জায়গা করে নেয়ার স্বপ্ন দেখছি। সাকিব ভাই, রিয়াদ ভাইদের মতো বড় ক্রিকেটারদের সাথে খেলতে মুখিয়ে আছি। তাদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা স্বপ্নের মতো।
সুযোপ পেলে কাজে লাগাতে চাই। নিজের সেরাটা দিতে চাই। দলের জয়ে অবদান রাখতে চাই। আশা করি ভালো কিছু হবে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed