ঢাকা ২৮শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
মোঃ ওমর ফারুক:
শীতের হিমেল হাওয়ায়
আগমনী বার্তায়,
গরম ধীরে-ধীরে নিচ্ছে
বিদায় সেচ্ছায়।
ঘনকুয়াশা ঢাকা,
নিবিড় ঠাণ্ডা বায়ু চলা,
এই যেনো প্রাণের
বাতায়নে দেয় দোলা
হেমন্তের আর্বিভাবের আঁড়ে,
শীত এসে দরজায় কড়া নাড়ে।
আকাশে পক্ষীশালায় পক্ষীরা
ও উপভোগ করে নিত্য দিনে
স্বাগতসম্ভাষণ জানায়
উড়ন্ত গন্তব্যে
আবহাওয়ার অনূকূলে
ওরা থাকে সবার মন্তব্যে।
নিতি নিতি ফুল ফুটে সুপ্রভাতে
মধু আহরণে ব্যস্ত ভোমরা সাথে সাথে।
ঋতুবদলের পালাক্রমে,
পরিবর্তন হয় সব,
আবৃত হয়ে থাকে সকল সৃষ্টিধর নব।
গাছের পাতা ঝরে যায়,
সময়ের চক্রের পালায়
প্রকৃতির এই ঋতুরমতির খেলায়,
সর্বাঙ্গে বিচরিত হয় নিত্য লীলায়।
ঘাসের কুয়াশায় ফোঁটা-ফোঁটা নির্যাস,
শীতের প্রভাবে উহারা ফেলে শ্বাস।
খেজুরের রসের মৌসুমশীর্ষ
সুস্বাদুযুক্ত খাওয়ায়,
স্বাদের লাবণ্যময় ফিরে পায়।
ভাঁপা, চিতল, পাটিসাপটা,
পুলির পিঠা,
প্রত্যাহ সকালের নাস্তার
উৎসবমুখর সেটা।
প্রচন্ড ঠান্ডার কনকনে,
শরীর হয়ে যায়
বরফের মত হনহনে।
দেহ ঢাকা থাকে নিরাপদ চাদরে,
শীত বস্ত্র গায়ে থাকে মাতৃ আদরে।
শিক্ষার্থী,
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed