ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ও সফল গতি তারকা সাউথ আফ্রিকান ডেল স্টেইন। সর্বশেষ আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলা এই ক্রিকেটার লংকান প্রিমিয়ার লীগে খেলার জন্য ক্যান্ডি টুস্কার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। আজ টুইটারে বিষয়টি নিশ্চিত করেন ডেল স্টেইন। স্টেইনের এলপিএলে খেলা নিশ্চিত করেছে জনপ্রিয় অনলাইন সাইট ক্রিকইনফোও।
ক্যান্ডিতে খেলার কথা ছিলো ইউনিভার্স বস ক্রিস গেইলেরও। কিন্তু ইনজুরীর কারনে নাম প্রত্যাহার করেছেন গেইল। এছাড়াও পাকিস্তানী তারকা পেসার সোহেল তানভীরের খেলার কথা ছিলো ক্যান্ডিতে। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় খেলা হচ্ছে না তানভীরের। তানভীরের পরিবর্তেই ডেল স্টেইনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে ক্যান্ডি।
এলপিএলে অংশগ্রহণকারী দলগুলো হলো কলম্বো কিংস, ডাম্বুলা হোকস, গল গ্লাডিয়েটর্স, জাফনা স্টেলিয়নস ও ক্যান্ডি টুস্কার্স।
উল্লেখ্য, ৫ দলকে নিয়ে আয়োজিত এলপিএল ২৪ নভেম্বর হাম্বানটোটায় কলম্বো কিংস বনাম ক্যান্ডি টুস্কার্স এর ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবং ১৬ ডিসেম্বরের ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হাম্বানটোটায়।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed