ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
জুবায়ের আহমেদ:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ২০২০ মাঠে গড়াচ্ছে আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার। বেক্সিমকো ঢাকা বনাম মিনিস্টার গ্রæপ রাজশাহী উদ্বোধনী ম্যাচে দুপুর ১.৩০ মিনিটে মাঠে গড়াবে। ২য় ম্যাচ রাত ৮.৩০ মিনিটে মাঠে গড়াবে, লড়বে ফরচুন বরিশাল বনাম জেমকন খুলনা।
বঙ্গবন্ধু কাপে জায়গা করে নিয়েছেন অনুর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপজয়ী কতেক ক্রিকেটার সহ একাধিক তরুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন কিন্তু এখনো টি২০ ক্রিকেটে অভিষেক হয়নি এমন ক্রিকেটারও জায়গা করে নিয়েছেন বঙ্গবন্ধু কাপে।
ফরচুন বরিশাল-
বরিশালে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান আবু সায়েম চৌধুরী। বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সাবেক এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা সহ পূর্বে বিপিএলে জায়গা করে নিলেও এখনো অভিষেক হয়নি টি২০ ক্রিকেটে। বঙ্গবন্ধু কাপে অভিষেকের অপেক্ষায় আবু সায়েম চৌধুরী।
গাজী গ্রুপ চট্টগ্রাম-
গাজী গ্রুপে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। টি২০ ক্রিকেটে এখনো অভিষেক হয়নি জয়ের। করোনা পজেটিভ হওয়া এই ক্রিকেটার শেষ পর্যন্ত দলের সাথে থাকতে পারলে অভিষেক হতে পারে টি২০ ক্রিকেটে।
একই সাথে আরেক বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসানও আছেন চট্টগ্রামে। টি২০ ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রাকিবুল হাসানও।
বেক্সিমকো ঢাকা-
তরুণ পেসার শফিকুল ইসলাম জায়গা করে নিয়েছেন ঢাকায়। রাজশাহী বিভাগের এই ক্রিকেটার ইতিমধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট ও লিষ্ট এ ক্রিকেটে অভিষেক হলেও টি২০ ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। একই সাথে বিশ্বকাপজয়ী অলরাউন্ডার শাহাদাত হোসেনও টি২০ ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় (প্রথম শ্রেণী-লিষ্ট এ খেলেননি এখনো)।
জেমকন খুলনা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীতে থাকা সকল ক্রিকেটারেরই টি২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed