ঢাকা ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২০
মিনিস্টার গ্রুপ রাজশাহীর অন্যতম সেরা ক্রিকেটার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। দলের অন্যতম ভরসা সাইফুদ্দিন আজ মিরপুরে অনুশীলনের সময় পায়ে চোট পেয়েছেন।
আজ রোববার মিরপুর একাডেমী গ্রাউন্ডে ওয়ার্মআপের সময় চোট পাওয়া সাইফুদ্দিন মাঠেই নিয়েছেন চিকিৎসা। স্ক্যান করে পরবর্তী অবস্থা জানা যাবে সাইফুদ্দিনের। আজ মিরপুর থেকে ক্র্যাচে ভর করে যেতে দেখা গেছে সাইফুদ্দিনকে।
সাইফুদ্দিনের চোট বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল জানান, আপডেট তো আমিও জানি না। আমরাও ক্লিয়ার না। তবে হালকা ফুটবল খেলতে গিয়ে পরে গিয়ে ব্যথা পেয়েছে। পরে এঙ্কেলে লেগেছে।
উল্লেখ্য ২৪ নভেম্বর মাঠে গড়াবে বঙ্গবন্ধু কাপ। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাইফুদ্দিনের রাজশাহী। এই অবস্থায় সাইফুদ্দিনের হঠাৎ চোট নিয়ে তৈরী হয়েছে প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে শংকা। আগামীকাল আবার অনুশীলনে নামবেন সাইফুদ্দিন এবং তখন পরিস্থিতি বুঝেই জানা যাবে প্রথম ম্যাচে খেলতে পারবেন কিনা এই তারকা অলরাউন্ডার।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed