ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০
জুবায়ের আহমেদ:
জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০১ সাল থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই তারকা ব্যাটসম্যান বিসিবি কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়ে পুনরায় ২০১৬ সালে প্রাথমিক নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ঘরোয়া ক্রিকেটে।
২০১৭/১৭ জাতীয় লীগ দিয়ে পুনরায় মাঠের ক্রিকেটে পারফর্ম শুরু করা আশরাফুল জাতীয় দলে ফেরার প্রত্যয়ে কঠোর পরিশ্রম করছেন প্রতিনিয়ত। এই সময়ে ব্যাট হাতে আশরাফুলের তিন ফরম্যাটের রেকর্ড তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
জাতীয় লীগ-
২০১৬/১৭ থেকে ২০১৯ সালের জাতীয় লীগ পর্যন্ত জাতীয় লীগে ২০ ম্যাচে খেলে ১৫০ রান বেস্টে ২ সেঞ্চুরী ৩ ফিফটিতে ৯০১ রান করেছেন।
বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)-
২০১৮ ও ২০১৯ সালের বাংলাদেশ ক্রিকেট লীগ-বিসিএলে ৭ ম্যাচে ১৩৭ রান বেস্টে ১ সেঞ্চুরী ও ৪ ফিফটিতে ৫২৫ রান করেন।
জাতীয় লীগ ও বিসিএল মিলিয়ে ২৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩ সেঞ্চুরী ৭ ফিফটিতে ১৪২৬ রান করেন।
ঢাকা প্রিমিয়ার লীগ-
২০১৭ সাল থেকে ঢাকা প্রিমিয়ার লীগে খেলা শুরু করা আশরাফুল সর্বশেষ চলতি বছর করোনা ভাইরাসের কারনে স্থগিত হওয়া ঢাকা লীগে ১ ম্যাচ সহ ৩৭ ম্যাচ খেলে ১২৭ রান বেস্টে ৫ সেঞ্চুরী ও ৫ ফিফটিতে ১১৮৩ রান করেন।
২০১৮ সালের ঢাকা লীগে রেকর্ড ৫ সেঞ্চুরী করে আলোড়ন সৃষ্টি করেন আশরাফুল। ব্যাট হাতে নিজের সামর্থে্যর জানান দেন দারুণ ভাবে।
বিপিএল ও ডিপিএল টি২০ লীগ-
২০১৯ সালে বিপিএল ও ডিপিএল টি২০ লীগ সহ ৫ ম্যাচ খেলে ৪৬ রান করেন।
এই সময়ে বল হাতেও সফলতা পান আশরাফুল। তবে মূল কাজ ব্যাট হাতে হওয়ায় বোলিং পরিসংখ্যান তোলে ধরা হয়নি।
দেশের হয়ে ৩ ফরম্যাটেই দ্রুততম ফিফটির রেকর্ড থাকা আশরাফুল নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর টি২০ ক্রিকেটে এখনো আলো ছড়ানো পারফর্ম করতে পারেননি।
আসন্ন বঙ্গবন্ধু কাপ টি২০ লীগে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করা সাবেক এই অধিনায়ক ব্যাট হাতে পারফর্ম করে নিজের জাত চেনাবেন এবং দলকে সফলতা এনে দেবেন, সে প্রত্যাশা থাকছেই।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed