ঢাকা ১লা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
স্বপ্ন ঘুড়ি বিনোদন ডেস্ক:উদীয়মান সঙ্গীত শিল্পী মহিন তালুকদারের ২য় মৌলিক গান “ফেলেছি যত জল” সম্প্রতি জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
মহিন তালুকদারের গাওয়া ও সেলিম খান নিবেদিত “ফেলেছি যত জল” গানটি লিখেছেন মোঃ আবদুল করিম, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আল আমিন খান।
এ প্রসঙ্গে তরুণ কন্ঠশিল্পী মহিন তালুকদার বলেন, এটি আমার ২য় মৌলিক গান। প্রথম গানটি শ্রোতা মহলে প্রশিংসত হওয়ার ধারাবাহিকতায় “ফেলেছি যত জল” শিরোনামে গানটি প্রকাশের অনুপ্রেরণা পেয়েছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে।
এর আগে মহিন খানের “সত্যি কি তুমি আমার কেউ না” শিরোনামে প্রথম মৌলিক গান প্রকাশ হয়েছিল। ফেলেছি যত জল শিল্পীর ২য় মৌলিক গান।
উল্লেখ্য, কুমিল্লা জেলার বরুড়া উপজেলার সন্তান মহিন খান বর্তমানে ময়মনসিংহ ভালুকাস্থ সুর সঙ্গীত একাডেমীতে নিয়মিত তালিম নিচ্ছেন এবং নিয়মিতই স্টেজ শোতে পারফর্ম করছেন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed