ঢাকা ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ। বিশ্ব ক্রিকেটে একমাত্র অধিনায়ক হিসেবে জিতেছেন টি২০ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন ট্রফির শিরোপা। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ও সফল এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটের পাঠ চুকিয়ে ঘরোয়া ক্রিকেট এখনো খেললেও সর্বশেষ আইপিএলে ভালো করতে পারেননি ধোনী, তার দলও প্রথমবারের মতো খেলতে পারেনি প্লে অফ।
ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় না নিলেও ক্রিকেটে ধোনীর সম্পৃক্ততা এখন কমই। এই সময়ে পোলট্রি ফার্মের ব্যবসা শুরু করলেন ধোনী। তবে সাধারণ মুরগি দিয়ে নয়, বিরল প্রজাতির দুই হাজার কড়কনাথ মুরগির মাধ্যমেই শুরু হচ্ছে ধোনীর ব্যবসা।
ভারতের মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার এই বিশেষ ধরনের মুরগিগুলো ধোনির ফার্মে পৌঁছে দেয়ার দায়িত্বে রয়েছেন বিনোদ মেধা নামে এক পোলট্রি ফার্ম ব্যবসায়ী। তাকে ইতিমধ্যে অগ্রিম অর্থও দিয়েছেন ধোনি।
এক সাক্ষাৎকারে বিনোদ মেধা বলেন, কৃষি বিকাশ কেন্দ্রের মাধ্যমে তিন মাস আগে ধোনির ফার্মের ম্যানেজার আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি গর্বিত ওনার মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের ফার্মে এই মুরগির ছানা পৌঁছে দেয়ার দায়িত্ব পেয়ে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed