ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২০
মোঃ আব্দুর রাজ্জাক
মৃত্যুকে করি নাকো ভয়
থাকিতে এ দেহে প্রাণ
দুশমনকে করিব ছাড়া
পৃথিবীর প্রত্যেকটা সর্বহারা
যদি জেগে ওঠে আজ
করিব ভোগবাদী তাড়া
শত বছরের বীরের ত্যাগ
আজ করিব সার্থক।
যুবক হবে সম্মুখের সারি
ভবিষ্যতে জাতির দিশারি
অস্ত্র যদি ধরে ওরাঁ
ঘুঁচবে অন্যয় থেকে বসুন্ধরা
এরাই সেই দল
বিজয়ের ঊষাকাল
ঐক্যের মন্ত্রে দিগ-দিগন্তে
এক-একটা-সারি
বিজয়ের পতাকাধারী
বাষ্পের বেগে পৃথিবী করিবে জয়
সেদিনের সন্ধিক্ষণে দাড়িয়ে নিশ্চয়!
সেই চেতনাকে অকুণ্ঠ রেখে
যুবক পথ চল রে…!
শিক্ষার্থী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
বরিশাল বিশ্ববিদ্যালয়।
razzak33583@gmail.com
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed