ঢাকা ২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:বঙ্গবন্ধু কাপ ২০২০ কে সামনে রেখে ১৩৩ ক্রিকেটারের ফিটনেস টেস্ট গ্রহণ শুরু হয়েছে আজ থেকে। চলতে আগামীকাল পর্যন্ত। আজ মোহাম্মদ আশরাফুল-নাফিজরা সহ নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব আল হাসানের টেস্ট দেওয়ার কথা থাকলেও দেননি সাকিব আল হাসান। তবে আশরাফুল পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন।
ঘরোয়া ক্রিকেটের জন্য বিপ টেস্টে ১০ পাশমার্ক থাকলেও আজ আশরাফুল ১১.৪ নম্বর পেয়েছেন। আজ প্রথম দিনে দুই রাউন্ডে ১৪ ক্রিকেটার টেস্ট দেন, যার মধ্যে আশরাফুল-নাফিজ সহ ১৩ ক্রিকেটারই উতড়েছেন টেস্টে।
জাতীয় দলের ক্যাম্প ও এইচপি দলে থাকা ক্রিকেটারদের বাহিরে থাকা ক্রিকেটারদের নিয়েই বিসিবির ফিটনেস টেস্টের আয়োজন। ফিটনেস টেস্টে যারা উতড়াবে, তারাই টি২০ লীগে খেলার জন্য বিবেচিত হবেন এবং জায়গা করে নেবেন বঙ্গবন্ধু টি২০ কাপ ২০২০ এর প্লেয়ার ড্রাফটে।
জাতীয় দলে ফেলার লড়াইয়ে থাকা মোহাম্মদ আশরাফুল কঠোর পরিশ্রম করছেন নিয়মিত। করোনা কালীন সময়েও ফিটনেস সচেতন ছিলেন আশরাফুল এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে প্রস্তুত রেখেছেন, যার ফল পেলেন আজ বিসিবি কর্তৃক আয়োজিত ফিটনেস টেস্টে ১১.৪ ফলাফল করে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed