ঢাকা ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
স্বপ্ন ঘুড়ি বিনোদন ডেস্ক:বাংলা সঙ্গীতের যুবরাজখ্যাত আসিফ আকবর আজ রাত ৮.৩০ মিনিটে নিউয়র্ক প্রবাসী প্রিসিলার লাইভ শোতে প্রিসিলা নিউইয়র্ক টিভিতে আরেক জনপ্রিয় কণ্ঠশিল্পী কর্ণিয়াকে নিয়ে উপস্থিত থাকবেন।
কিশোরী প্রিসিলা আমেরিকা থেকে চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণ সহ নিয়মিত ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন বিষয় নিয়ে লাইভ অনুষ্ঠান করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য সর্বজনের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। উক্ত লাইভ অনুষ্ঠানে দর্শকদের জন্যও থাকছে চমক। তিনজন দর্শকের জন্য আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি ৭ জনকে দেওয়া হবে ৭টি শান্ত্বনা পুরস্কার।
মিষ্টভাষী প্রিসিলার অতিথি হওয়া প্রসঙ্গে আসিফ আকবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও আইডিতে পোষ্টের মাধ্যমে জানান-
“আতিক ভাই আমার কুমিল্লার আদিকালের বন্ধু। তিনি একজন বিজ্ঞ প্যাথলজিষ্ট। উনার দুটো গবেষনামূলক বই পড়ানো হয় মেডিক্যাল সাইন্সে। আমার সমস্ত চেক আপ আতিক ভাইয়ের তত্বাবধানে থাকে সবসময়। তিনি নিউইয়র্ক থেকেও আমার প্রতি খুব কেয়ারিং। আতিক ভাইয়ের মেয়ে প্রিসিলা। ছোটবেলায় কোলে নিয়েছি, আমার মেয়ে। আমেরিকায় বেড়ে উঠেছে, সংস্কার ভুলেনি। সে চ্যারিটির মাধ্যমে নানাভাবে মানুষের উপকার করে ছোটবেলা থেকে। মানবতার মূর্ত প্রতীক আমার ছোট্ট প্রিসিলা।
জাকিয়া সুলতানা কর্নিয়া। আমার দেশের সুকন্ঠী গায়িকা। স্নেহ করি অনেক। ওর মরহুম বাবা ছিলেন এয়ারফোর্স অফিসার। মাত্র সাত বছর বয়সে বাবা হারানো মেয়েটি নিজেকে প্রমান করে আজ কর্নিয়া। আমার আদরের ভালবাসার একটা পরিবার। কর্নিয়ার ছোট বোন অমিয়া একজন ডেন্টিষ্ট। আন্টি বিধবা হয়েছেন সংসার বুঝে উঠার আগে। সব পিতৃহীন মেয়ে কলিগদের বড় ভাই আমি নিজ দায়িত্বে হয়ে যাই। কর্নিয়া আমার অনেক আদরের…
আজ আসবো প্রিসিলা’র লাইভ শো’তে। আমি আর কর্নিয়া প্রথমবারের মত আপনাদের মুখোমুখি হবো। সময় থাকলে দেখতে পারেন বাংলাদেশ সময় রাত ০৮.৩০ মিনিটে। অনেক আবেগ নিয়ে আসবো আপনাদের সামনে। ভালবাসা অবিরাম”
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed