ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
বিসিবি কর্তৃক আয়োজিত আসন্ন বঙ্গবন্ধু টি২০ লীগে অংশগ্রহণকারী ৫টি দলের নাম চূড়ান্ত করার পাশাপাশি ক্রিকেটাদের ক্যাটাগরিভিত্তিক পারিশ্রমিক ঘোষণা করেছে বিসিবি।
অংশগ্রহণকারী কর্পোরেট হাউসগুলোর নামের সাথে মিলিয়েই রাখা হয়েছে দলগুলোর নাম। ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা এবং গাজী গ্রুপ চট্টগ্রামনামের ৫টি দল খেলবে আসন্ন লীগে।
ক্রিকইনফোর তথ্য মতে ৫টি দলের আইকন তথা এ ক্যাটাগরির ক্রিকেটার হচ্ছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান। রিয়াদ করোনা পজিটিভ হওয়ার কারনে খেলতে না পারলে অন্য কেউ আইকন ক্রিকেটার হবেন। এ ক্যাটাগরীর ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ টাকা।
বি ক্যাটাগরীতে থাকবেন ২০ ক্রিকেটার, তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা করে। সি ক্যাটাগরীতে থাকবেন ২৫ ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ৬ লাখ টাকা করে। ডি ক্যাটাগরী হাইপারফরম্যান্স টিমে থাকা ক্রিকেটাদের নিয়ে গঠন করা হবে, যাদের পারিশ্রমিক হবে ৪ লাখ টাকা করে।
প্রতিটি দলে ১৫ জন ক্রিকেটারের পাশাপাশি ২ জন কোচ, ১ জন ট্রেনার, ১জন ফিজিও ১ জন ম্যানেজার থাকবেন।
েউল্লেখ্য, আগামী ৯ ও তারিখে ১১৩ ক্রিকেটার ফিটনেস টেস্ট দেবেন। সেখানে উত্তীর্ণরাই প্লেয়ার ড্রাফটে জায়গা করে নেবেন। প্লেয়ারদের ফিটনেস টেস্ট শেষে আগামী ১২ নভেম্বর হবে প্লেয়ার ড্রাফট। তবে পূর্বে ১৫ তারিখ খেলা মাঠে গড়ানোর কথা থাকলেও নতুন সূচী পরবর্তীতে প্রকাশ করবে বিসিবি।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed