ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:সফল আয়োজনের মাধ্যমে শেষ হয়েছে বিসিবি প্রেসিডেন্ট কাপ ২০২০। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পূর্ব ঘোষণার ধারাবাহিকতায় নভেম্বরের ১৫ তারিখ থেকে ৫ দলকে নিয়ে মাঠে গড়ানোর কথা রয়েছে টি২০ লীগ। ১৫ই নভেম্বর থেকে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিসিবি টুর্নামেন্টের বাজেট জানিয়েছে গতকাল। ১০ কোটি টাকার টুর্নামেন্টে প্রতি দলের জন্য খরচ হবে ২ কোটি টাকা করে।
টি২০ লীগে থাকছে না বিদেশী কোন ক্রিকেটার। কোন বিদেশী কোচও থাকবে না টুর্নামেন্টে। দেশী কোচদের উপরই আস্থা রাখছে। বিসিবি। কর্পোরেট লীগ হবে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। কয়েকটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তাদের সাথে কথাবার্তা চূড়ান্ত হলে ফ্রাঞ্জাইজিভিত্তিকই হবে টুর্নামেন্ট। তবে বিসিবির অধীনে করলেই ক্রিকেটারদের বেশি লাভ দেখছেন বিসিবি।
পেসিডেন্ট কাপ আয়োজন করা হয়েছিল ৩ দল নিয়ে। সেখানে ৪৫ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। স্ট্যান্ডবাই তালিকায় কতেক ক্রিকেটার থাকলেও তাদের সুযোগ হয়নি। ছোট টুর্নামেন্টে বহু ক্রিকেটার সুযোগ না হওয়ায় বিসিবির ইঙ্গিত প্রথম শ্রেণীর চুক্তিতে থাকা ক্রিকেটারদের অনেককেই সুযোগ দেওয়া হবে টি২০ লীগে। ২ দল বৃদ্ধি পাওয়ায় ৩০ জন ক্রিকেটার যুক্ত হবে। সেই সাথে প্রেসিডেন্ট কাপে খেলা ক্রিকেটারদের থেকেও বাদ যেতে পারে কেউ কেউ, তবে দল ঘোষণার আগে কোন কিছুই নিশ্চিত নয়।
চার ক্যাটাগরীতে রাখা হচ্ছে ক্রিকেটারদের। এ ক্যাটাগরীর ক্রিকেটাররা সম্মানী পাবেন ১০ লাখ টাকা, বি ক্যাটাগরীর ক্রিকেটাররা পাবেন ৮ লাখ টাকা। সি ক্যাটাগরীর ক্রিকেটাররা পাবেন ৬ লাখ এবং ডি ক্যাটাগরীর ক্রিকেটাররা পাবেন ৪ লাখ টাকা করে। ১৫ তারিখ খেলা মাঠে গড়ানোর মতোই সবকিছু ঘুচাচ্ছে বিসিবি। দল গঠন এখনো চূড়ান্ত না হওয়ায় ১ সপ্তাহ পেছাতেও পারে টুর্নামেন্ট শুরু হতে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed