ঢাকা ২রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০
স্বপ্ন ঘুড়ি বিনোদন ডেস্ক:আসিফ আকবর, বাংলা সঙ্গীতের যুবরাজখ্যাত সফল কন্ঠশিল্পী। শিল্পী সত্তার পাশাপাশি তিনি একজন সাবেক ক্রিকেটারও। খেলেছেন জেলা পর্যায়ে। স্কুল ক্রিকেটে কুমিল্লা জেলাকে চ্যাম্পিয়ন করেছেন নেতৃত্ব দিয়ে। গায়ক হিসেবে খ্যাতি লাভ করার পরও ক্রিকেটের সাথেই আছেন আসিফ আকবর। ক্রিকেটের গান কিংবা ক্রিকেট মাঠে উপস্থিতি, সবমিলিয়ে আসিফ আকবরকে ক্রীড়াঙ্গনের একজনও বলা যায়।
নিষেধাজ্ঞার কারনে ক্রিকেটের বাহিরে থাকা সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। আগামীকাল থেকে মুক্ত সাকিব আল হাসান। সাকিবের নিষেধাজ্ঞা, এর আগে আশরাফুলের নিষেধাজ্ঞা এবং ক্রিকেটারদের জুয়ারীদের খপ্পর থেকে নিজেদের সুরক্ষিত রাখা সহ সাকিবের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য শুভকামনা জানিয়ে আসিফ আকবর আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডি ও পেজে পোষ্ট দিয়েছেন।
স্বপ্ন ঘুড়ির পাঠকদের জন্য তা হুবহু তোলে ধরা হলো-
এক আশরাফুলে হারিয়ে অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্ট দ্বিগুন করলো সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সাকিব আশরাফুল দুজনেই আমার অত্যন্ত স্নেহের। আজ সাকিবের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আবার মাঠে ফিরবে বাংলাদেশের প্রান সাকিব আল হাসান…
সব টাইগারদের সাবধান থাকতে হবে জুয়ারীদের খপ্পর থেকে। যে কোন ধরনের অস্বাভাবিক তৎপরতা দেখলে ম্যানেজমেন্টকে জানাতে হবে। আমরা আর কোন ইনফর্ম টাইগারকে হারাতে চাইনা। সাকিবের রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় জাতি।
সাকিব- আমরা তোমার সঙ্গে ছিলাম আছি থাকবো। তুমি শুধু খেলে যাও দেশের জন্য।আমরা তোমাকে ভালবাসি… জন্মগত এলার্জী রোগী হেটার্সদের চিন্তা মাথায় না রেখে দেশকে যেন সার্ভিস দিতে পারো এই দোয়া করি মন থেকে। মনে রেখো বৃক্ষ বড় হয়ে গেলে ঝড়ের ঝাপটা সহ্য করেই টিকে থাকতে হয়। তুমি এবং তোমার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি… সাবাশ বাংলাদেশ…
ভালবাসা অবিরাম…
https://www.facebook.com/photo.php?fbid=2725812151014744&set=a.1406548869607752&type=3&theater
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed