ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
স্বপ্ন ঘুড়ি বিনোদন ডেস্ক:বাংলাদেশ ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ স্পিন অলরাউন্ডার ইফতেখার সাজ্জাদ রনি। চট্টগ্রামের এই কৃতি সন্তান শুধুমাত্র ক্রিকেটেই পারদর্শনী নন। একজন সঙ্গীত শিল্পী হিসেবেও আছে সাজ্জাদের খ্যাতি। ইতিমধ্যেই একাধিক মৌলিক গান প্রকাশ পেয়েছে সাজ্জাদের। সেই সাথে জনপ্রিয় শিল্পীদের গান কাভার করেও বেশ সুনাম কুড়িয়েছেন।
ক্রিকেট মাঠ ও সঙ্গীতাঙ্গনে ধাপিয়ে বেড়ানো ইফতেখার সাজ্জাদ রনি এবার প্রথমবারের মতো নাটকের গানে কন্ঠ দিলেন।
নাজমুল হুদা ইমনের পরিচালনায় “সে তো এলো না” শিরোনামের নাটকে ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন সহ আরো অনেকেই অভিনয় করবেন।
নাটকের গানে কন্ঠ দেওয়া বিষয়ে রনি বলেন, ক্রিকেটার ইমরুল ভাইয়ের বন্ধু নাট্য নির্মাতা শেখ নাজমুল হুদা ইমন ভাই আমার গান শুনে পছন্দ হওয়ায় ইমন ভাই তার নাটকে গান করার প্রস্তাব দেওয়ার পর মিউজিক ডিরেক্টর মনির উদ্দিনের কথা ও সুরে “যখন আকাশ আধারে” শিরোনামের গানটিতে কন্ঠ দেই। নাটকটি আগামী ৩০ অক্টোবর চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে। আশা করি নাটক ও গানটি সবার ভালো লাগবে।
উল্লেখ্য ইফতেখার সাজ্জাদ রনি সর্বশেষ ২০১৯ সালের জাতীয় লীগ পর্যন্ত ২৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ১ সেঞ্চুরী ও ১ ফিফটিতে ৫৮৩ রান ও বল হাতে ইনিংসে ৮ উইকেট বেস্টে মোট ৭২ উইকেট শিকার করেছেন।
২৬টি লিষ্ট এ ম্যাচে ২৯ রান বেস্টে ১৪১ রান ও বল হাতে ৪ উইকেট বেস্টে ৩১ উইকেট শিকার করেছেন।
“নীলে নীল” ও “অজস্র রাত” শিরোনামে দুটি মৌলিক গানের পাশাপাশি জনপ্রিয় গানগুলো কাভার করে বেশ খ্যাতি অর্জন করেছেন। যখন আকাশ আধারে শিরোনামের গানটি সাজ্জাদের প্রথমবারের মতো নাটকের জন্য গাওয়া গান।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed