ঢাকা ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২০
স্বপ্ন ঘুড়ি বিনোদন ডেস্ক:সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর ঘটনার পর থেকেই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এনসিবি। এরই ধারাবাহিকতায় ভারতীয় টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহানেকে গত শনিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকা থেকে গাজা সহ গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। প্রীতিকার সাথে ফয়সাল নামের একজনকেওে গ্রেফতার করা হয়েছে।
ভারতের হিমাল প্রদেশের বাসিন্দা প্রীতিকার ২০১৫ সালে টেলিভিশনে অভিষেক হয়। সাবধান ইন্ডিয়া এবং টিভি শো সিআইডি তে অভিনয় সহ সংকটমোচন মহাবলি হনুমাণ ধারাবাহিকে দেবী সরস্বতীর ভূমিকায় অভিনয় করেছেন প্রীতিকা চৌহান।
এর আগে সুশান্তের সাবেক প্রেমিকা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে ছাড়া পান তিনি। এছাড়া মাদক কাণ্ডে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, রাকুল প্রীত সিং, সারা আলী খান, শ্রদ্ধা কাপুরকে জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed