ঢাকা ১২ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
জাতীয় দলের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা বিসিবি প্রেসিডেন্ট কাপে না থাকলেও নভেম্বরের টি২০ টূর্নামেন্টে খেলার বিষয় চূড়ান্তই বলা যায়।
মাঠে ফেরার জন্য অনুশীলনে থাকা ম্যাশ তিনদিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। গত কয়েকদিন ধরে সকালে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলে আসছিলেন মাশরাফি। খেলার ফাঁকে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি।
ম্যাশের আঘাত নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। তিনদিন আগে রানিংয়ের সময় ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি।’
প্রাথমিক চিকিৎসার পাশাপাশি মাশরাফিকে স্ক্যান করানোর পরামর্শ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘চতুর্থ দিনে একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারব কতটুকু আঘাত পেয়েছে। আজ চতুর্থ দিন, আমি ম্যাসেজ করে ওকে জানিয়েছি সম্ভব হলে যেন একটা স্ক্যান করে ফেলে।’
ধাপে ধাপে করোনা আক্রান্ত হয়ে মাশরাফির পুরো পরিবার। সর্বশেষ মাশরাফিী ছেলে মেয়েওও করোনা পজেটিভ হয়েছেন। সব মিলিয়ে মানসিক ভাবে বিপর্যস্ত থাকা মাশরাফির ইনজুরি যোগ হলো নতুন করে।
নভেম্বরের শুরুতেই মাঠে গড়াবে টি২০ লীগ। এর আগে মাশরাফি পূর্ণ ফিট হতে পারবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed