ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্বপ্ন ঘুড়ি স্পোর্টস ডেস্ক:জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। লকডাউনের দিনগুলো নিজেকে ফিট রাখতে নিয়মিত জিমে থাকা এই ক্রিকেটারের সুযোগ হয়নি বিসিবি প্রেসিডেন্ট কাপে। আশরাফুল ছাড়াও মাশরাফি, নাসির হোসেন, সামসুর রহমান, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, জহুরুল অমি, ফজলে রাব্বি, শাহরিয়ার নাফিজ সহ আরো বহু ক্রিকেটারের জায়গা হয়নি।
আশরাফুলদের জায়গা না পাওয়াকে কেন্দ্র করে সমালোচনার ঝড় সর্বত্র। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু শোনালেন আশার কথা।
তিনি মিডিয়াকে জানান, এটা মাত্র তিনটা দলের টুর্নামেন্ট। আপনি যদি প্লেয়ার হিসেব করেন পুরো বাংলাদেশের সব প্লেয়ার আনতে হয়। এখানে আন্তর্জাতিক ক্রিকেতে আমাদের যে পুলের ক্রিকেটাররা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাকি যে প্লেয়াররা আছে তাদের ধাপে ধাপে আনা হবে, সামনের যে টুর্নামেন্ট সেখানে আরও বাড়বে।
এখানে ৪৮ জন ক্রিকেটার সুযোগ পেয়েছে, পরবর্তী টুর্নামেন্টে ৫ টি দলের, সেখানে সংখ্যা আরও বাড়বে। প্লেয়াররা ব্যক্তিগত অনুশীলনের মধ্যেই আছে, যখন যাকে যেখানে দরকার হবে নিয়ে আসা হবে। পুলের ক্রিকেটারদের অনুশীলনের মধ্যেই থাকতে হবে। আমাদের প্রথম শ্রেনীর পুলে ৯০ জনের মত ক্রিকেটার আছে চুক্তিবদ্ধ। সবাইকেই নজরে রাখা হচ্ছে যখন যেখানে যাকে প্রয়োজন হবে ডেকে আনা হবে।’
উল্লেখ্য আগামী নভেম্বরে ৫ দলকে নিয়ে আয়োজন করা হবে টি২০ ক্রিকেট। আশরাফুল সহ প্রথম শ্রেণীর ক্রিকেটে চুক্তিবদ্ধ ৯০ ক্রিকেটারের অনেকেই জায়গা করে নেবেন টি২০ টূর্নামেন্ট, প্রধান নির্বাচকের কন্ঠে তেমনই বার্তা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed