ঢাকা ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
স্বপ্নঘুড়ি স্পোর্টস ডেস্ক: সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সিলেট এক্সপ্রেস ইউকে টি২০ ক্রিকেট টূর্নামেন্ট ২০২০ এর ফাইনালে আজ সিলেট রেঞ্জার্সকে ১৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এনামুল হক জুনিয়রের নেতৃত্বাধীন সিলেট এক্সপ্রেস ইউকে। ২৭ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যান অব দি ফাইনাল নির্বাচিত হন মেহেদী। বল হাতে ৩ উইকেট শিকার করে দলকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রাখেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ ইমরান আলী এনাম।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ১৬১ রান করে সিলেট এক্সপ্রেস ইউকে। দলের হয়ে ২৭ বলে ৫৫ রান করেন মেহেদী। তুষার ৩০ বলে ৪৪ ও রিজভী বলে ৩০ রান করেন। রেঞ্জার্সের হয়ে ৪ উইকেট শিকার করেন মেনন। সাকিব ও সফর ২টি করে উইকেট শিকার করেন।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরান আলী ও এনাম হক জুনিয়রের বোলিং তোপে পরে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রানে থামে সিলেট রেঞ্জার্সের ইনিংস।৪৪ বলে ৫৯ রানের ইনিংস খেলেও অন্যান্যদের ব্যর্থতায় দলকে জেতাতে পারেননি অধিনায়ক অলক কাপালি। কাপালি ৫৯ ব্যতীত ১৯ বলে ২৩ রান করেন সিয়াম।
সিলেট এক্সপ্রেস ইউকে এর হয়ে ৩ উইকেট শিকার করেন ইমরান আলী। ২ উইকেট শিকার করেন এনামুল জুনিয়র।মাহবুব ৪ ওভারে ২০ ও রুহেল ৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে দলের জয়ে অবদান রাখেন। ২৭ বলে ৫৫ রান করে ম্যাচসেরা হন মেহেদী।
১৫৮ রান করে টূর্নামেন্ট সেরা ব্যাটসম্যান হন সিলেট এক্সপ্রেস ইউকে এর গালিব। ৭ উইকেট শিকার করে সেরা বোলার হন সিলেট রেঞ্জার্স এর অধিনায়ক অলক কাপালি।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed