ঢাকা ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
মামুন হোসেন আগুন:চেষ্টা করলে উপায় হয়, তা চিরন্তন সত্য। সফলতার জন্য চেষ্টার কোন বিকল্প নেই। চাকুরীর পেছনে ছুটে ব্যর্থ হওয়ার বহু ঘটনা আছে আমাদের দেশ ও সমাজে। শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছেই। এর মধ্যে যারা সাহসী সিদ্ধান্ত নিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন নিয়ে কাজ শুরু করেন, তাদের অধিকাংশই সফলতা পেয়েছে, সফলতার দিকে এগিয়ে যাচ্ছে পরিশ্রমের মাধ্যমে।
ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের দুই ভাই মো রাজিবুল হাসান রাজিব এবং আবু জাফর সিনহার গল্পটাও সফলতায় মোড়ানো। অনার্স পাশ করা দুই ভাগ চাকুরীর পেছনে না ছুটে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর পার নিজ জমিতে, ফিড মিলের কাঁচামাল আনলোডের ব্যবসা শুরু করেন। পাশাপাশি দুজন অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সোনালী ঘাট, সোনালী ট্রেড এবং ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি প্রতিষ্ঠান দাড় করান, যেখানে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, অপর দিকে সরকার প্রতিবছর বিপুল পরিমান রাজস্ব পাচ্ছে। মো রাজিবুল হাসান রাজিব এবং আবু জাফর সিনহাও ব্যবসার মাধ্যমে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন।
এই করোনা কালে দুইভাই সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করে কাজ চালিয়ে যাচ্ছে নিয়মিত, যেখানে স্থানীয় অনেক চাকরীচ্যুত বেকার লোক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে। মো রাজিবুল হাসান রাজিব এবং আবু জাফর সিনহা শিক্ষিত হয়েও চাকুরীর পেছনে না ছুটে উদ্যোক্ত হয়ে বহু মানুষের কর্মংস্থান করেছেন। বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছেন দারুণ ভাবে। এলাকার তরুণদেরও অনুপ্রেরণা যোগাচ্ছে মো রাজিবুল হাসান রাজিব এবং আবু জাফর সিনহা।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed