ঢাকা ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০
জুবায়ের আহমেদ:২০০৭ সালের বিশ্বকাপে একঝাক তরুণ ক্রিকেটারদের নিয়ে উইন্ডিজে পারি জমায় বাংলাদেশ সাকিব, তামিম, মুশফিক, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেনরা দলে সুযোগ পেয়েছিলেন। ভারতের সাথে প্রথম ম্যাচেই দাপটীয় জয়ের পরের ম্যাচে শ্রীলংকার সাথে পাত্তাই পায়নি বাংলাদেশ দল, এ ম্যাচে ৪৫ রান করে অপরাজিত ছিলেন আশরাফুল।
গ্রæপ পর্বের ৩য় ম্যাচে নবাগত বারমুডার মুখোমুখি হয় বাংলাদেশ দল। বৃষ্টি বিঘিœত ম্যাচে ২১ ওভারের খেলায় ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৪ রান করে বারমুডা। রাজ্জার ৩, সাকিব ২ ও মাশরাফি ২ উইকেট শিকার করেন। ৯৫ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলও ৬ রানে তামিম, ৩০ রানে আফতাব ও ৩৭ রানের মাথায় নাফিজকে হারিয়ে বিপদে পড়ে। ৩৭ রানে ৩ উইকেটের পতনের পর সাকিব আল হাসান ও আশরাফুল মিলে অভিচ্ছন্য ৫৯ রানের জুটি গড়ে ১৭.৩ ওভারে ৯৬ রান সংগ্রহ করে ২১ বল বাকি থাকতেই দলকে ৭ উইকেটে বড় জয় এনে দেন। সাকিব ২৬ ও আশরাফুল ২৯ রান করে অপরাজিত থাকেন। এ জয়ের ফলে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।
আবদুর রাজ্জাক ৩ উইকেট বা সাকিব ২ উইকেট ও ২৬ রান করায় দুজনের কেউ ম্যাচসেরা হবেন, এমন ধারণা থাকলেও সবাইকে অবাক করে দিয়ে ২৯ রান করা মোহাম্মদ আশরাফুল ম্যাচসেরা হন।
ওয়ানডেতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে মাত্র ২৯ রান করে ম্যাচসেরা হওয়ার একমাত্র নজির এটিই। এতো কম রান করে আর কোন ব্যাটসম্যানই ম্যাচসেরা হননি।
বাংলাদেশকে অনেক বিস্ময়কর সফলতা এনে দেওয়ার নায়ক মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের সবকটি আসরে পারফর্ম করে আবারো লাল সবুজের জার্সি গায়ে চড়াবেন, সে প্রত্যাশা থাকছেই।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed