ঢাকা ৩রা জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০
জুবায়ের আহমেদ:
ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ রাজশাহী বিভাগের ওপেনার ব্যাটসম্যান অভিষেক মিত্র। ২০১০ সাল থেকে প্রথম শ্রেণীতে অভিষেক হওয়া এই ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে তিন ফরম্যাটই খেলছেন। ঢাকা প্রিমিয়ার লীগ ২০১৯ সহ সর্বশেষ করোনা ভাইরাসের কারনে স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লীগে খেলেছেন ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবে।
ভারতীয় ক্রিকেটের ইশ্বরখ্যাত শচিন টেন্ডুলকারকে আইডল মেনে ব্যাটিং করা রাজশাহী বিভাগের এই ওপেনার ব্যাটসম্যান ২০১০ সাল থেকে ২০১৯ সালের জাতীয় লীগ পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬৭ রান বেস্টে ৪ ফিফটিতে ৫৫৩ রান করেছেন। সর্বশেষ জাতীয় লীগে রাজশাহীর হয়ে রংপুর বিভাগের বিপক্ষে খেলেছেন ক্যারিয়ার সেরা ৬৭ রানের ইনিংস।
২০১৩ সালে স্বীকৃত লিষ্ট এ ক্রিকেটে অভিষেক হওয়ার পর ২০২০ সালের স্থগিত হওয়া ঢাকা প্রিমিয়ার লীগ সহ ৬১ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৯ ফিফটিতে করেছেন ১৪০৪ রান। ঢাকা লীগে খেলা সর্বশেষ ম্যাচে মোহামেডানের হয়ে শাইনপুকুরের বিপক্ষে খেলেছেন ২৯ রানের ইনিংস।
২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লীগের টি২০ টুর্নামেন্টে টি২০ ম্যাচে অভিষেক হওয়ার পর একই টুর্নামেন্টে ২ ম্যাচ খেলে ২২ রান বেস্টে ২ ম্যাচে ২৭ বল মোকাবেলায় ৪১ রান করেছেন।
২৮ বছর বয়সী অভিষেক মিত্র ২০১৯ সালের বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে জায়গা করে নেন। তবে ম্যাচ খেলার সুযোগ হয়নি অভিষেকের।
ঘরোয়া ক্রিকেটে পা রাখা একজন ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলে জায়গা করে নেওয়ার। অভিষেক মিত্রের বেলায়ও তার ব্যতিক্রম নয়। প্রত্যাশা থাকবে ঘরোয়া ক্রিকেটের সবকটি আসরে জায়গা করে নিয়ে ব্যাট হাতে পারফর্ম করে জায়গা করে নেবেন বিপিএলে এবং কাঙ্খিত জাতীয় দলে।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed