ঢাকা ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
জুবায়ের আহমেদ
বেঁচে থাকতে হলে যেমন খেতে হয়
তেমনি লেখতে হলে পড়তে হবে। বই পড়া ও প্রকৃতিকে পড়ুন মুগ্ধতার সাথে। না পড়লে লেখক হতে পারবেন না। প্রকৃতিকে পড়া মানে চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা মন থেকে উপলব্ধি করা, হৃদয়ে ধারণ করা। তথ্যগুলো টুকে রাখা। সেই সাথে প্রকৃতিতে বিদ্যমান সকল উপাদান সম্পর্কে জানতে হবে, সেটা বই পড়ে এবং নিজে নিজে গবেষণা করে।
অনেকেই লেখতে চান, কিন্তু বই পড়েন না। কোন বিষয় নিয়ে গভীর ভাবে ভাবতে চান না। কোন বিষয়ের গভীরতা না বুঝলে এই অবস্থায় লেখ কঠিন।
যে বিষয়গুলো ভালো লাগে সেসব বিষয়ে বই পড়ুন, প্রকৃতিকে পড়ুন মনযোগ সহকারে। আগে ভালো পাঠক হোন, তারপর লেখক হওয়ার চেষ্টা করুন। তখন কিছুটা হলেও সফল হবেন।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed