ঢাকা ৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
জুবায়ের আহমেদ
আমার কর্মে আমি তোমাদের মাঝে বিশেষ একজন হিসেবে বিবেচিত হয়েছি,
তোমাদের মুখে ছিলো আমার নাম, ছিলো আমার কর্মের প্রশংসা
কিন্তু আমার বার্ধক্যে, বিপদে পাইনি কোন সহায়তা,
পাইনি কোন সহানুভূতি, সহমর্মিতা
অবহেলায় অযতনে মৃত্যুই আমার শেষ গন্তব্য হয়েছে,
নেয়নি কেউ খোঁজ, পাইনি কোন স্বীকৃতি সম্মান।
বেঁচে থাকতে আমাকে সম্মান না দিয়ে,
সুন্দর ভাবে বেঁচে থাকতে সহায়তা না করে,
আমার মরনের পর আমার কর্মের প্রশংসা করবে,
তিনি এই ছিল, সেই ছিল, চাইনা এমন প্রশংসার বাণী।
আমার মরনের পর কবর ফুল দিয়ে সাজাবে,
আমি কি তা দেখবো শুয়ে কবরে?
চাইনা এমন ভালোবাসা, চাইনা এমন শ্রদ্ধা
জীবদ্দশায় আমার কোন কাজে যদি তোমাদের সন্তুষ্ট করতে পারি,
তার প্রতিদান দিতে চাইলে দিও বেঁচে থাকতেই,
মরণের পর চাইনা কোন স্বীকৃতি সম্মান।
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed