ঢাকা ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
জুবায়ের আহমেদ
খুন করে খুনীর শাস্তি হিসেবে ফাঁসি না হলেও
বছরের পর বছর জেল খাটতে হয়
ঘরছাড়া হয়ে থাকতে হয় ক্ষমতাবান হলেও
স্ত্রী-সন্তান-পিতা-মাতা হয়ে যায় অসহায়
হত্যার শিকার হওয়া ব্যক্তির পরিবারও নিঃস্ব হয়ে যায়
কত মায়ের বুক খালি হয়,
তবুও ওরা খুন করে কেনো?
ক্ষমতার দাপটে ধরাকে সরাজ্ঞান করে
অবৈধ পথে ওরা সম্পদের পাহাড় গড়ে
নিরপরাধকে ফাঁসিয়ে, অপরাধীকে ছেড়ে দিয়ে
ওরা অন্যায়ের রাজত্ব কায়েম করে
পাপ যখন তাদের চারদিকে পরিপূর্ণ হয়
তখন ওদের পায়শ্চিত্বের সময়,
পাপ বাপকেও ছাড়ে না,
এই সত্যিটি বাস্তবায়নের জন্যই
তাদের সকল কৃতকর্ম প্রকাশ হয়
ক্ষুদ্র/বৃহৎ কোন ঘটনার মাধ্যমে
শেষ হয়ে যায় তাদের অর্জিত সম্মান-অর্থ
মানুষ ছি ছি করে তাদের মুখে থুথু ফেলে
অনেকের এমন পরিণতি দেখেও মানুষ
অবৈধ পথে সম্পদের পাহাড় গড়ে কেনো?
কেনো নিজেদের অপরাধ ডাকতে মানুষও খুন করে ফেলে
ওরা এমন করে কেনো?
কোন অবুঝ শিশু, কিশোরী বা যুবতী
ওদের লালশার শিকার হয়ে নির্যাতিত হয়
ধর্ষকদের পরিচয় প্রকাশ হয়, হয়ই
ঘৃণা আর অপমাণই ধর্ষকদের সঙ্গী হয়
পরিবার-আত্মীয় স্বজনকেও হেনস্তা হতে হয় সমাজে
ধর্ষকের ফাসি না হলেও জেল হয়, সুন্দর জীবন নষ্ট হয়
নির্যাতিতার জীবনও দূর্বিসহ হয়ে যায়
এলোমেলো হয়ে যায় মুহুর্তেই
তবুও ওরা হিংস্র হায়েনার মতো
মায়ের জাতের উপর ঝাপিয়ে পরে কেনো?
পত্রিকার পাতায় প্রতিদিন কতই না অপরাধের কথা শুনি
অপরাধীও ধৃত হয়, জেল হয়, না হয় ছাড়াই পায় শেষে
তবে জেল-হয়রানী, অপমান, অপদস্ত হওয়া থেকে মুক্তি পাওয়া যায় না
তবুও স্রষ্ঠার দেয়া সুন্দর জীবন ওরা অপরাধে জড়িয়ে নষ্ট করে কেনো?
এতোসব প্রশ্নের উত্তর পাবো কোথা হায়,
তবে দেখছি মাদকের নেশা মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যায়
যতক্ষণ বিবেকবোধ জাগ্রত থাকে,
স্রষ্ঠার চিরসত্য বিধান শাস্তির কথা যাদের কানে বাজে
তারা কভু কি অপরাধ করতে পারে?
এখানেও তো প্রায় থমকে যাই
শান্তির ধর্মের কথা বলে যারা,
তাদের মাঝেও অপরাধের শেষ নাই।
অপরাধীর শাস্তি হবেই হবে পরকালে,
দুনিয়াতেও ফাঁসি-জেল, অপমান-অপদস্ত
সুন্দর জীবন নষ্ট হয়ে যায়।
তবুও ওরা অপরাধ করে কেনো?
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed