ঢাকা ২৮শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০
আকাশের কান্না বৃষ্টি হয়ে ঝড়ে
আমরা হাসি, উপভোগ করি কান্নার শব্দ
কখনো কখনো আকাশও বিরক্ত হয়
আমাদের উদ্যাম উদযাপন দেখে
তাইতো আকাশ কান্নার মাধ্যমে
আমাদের পেটে আঘাত করে, ফসলের ক্ষতি করে
আমাদের কান্না দেখে,
আকাশ নিজের কান্নার মাঝে মুহুর্তেই মুচকি হাসে
এ্যাডভোকেট রিদুয়ানুল হক শাকিল
জজকোর্ট, চট্টগ্রাম।
যোগাযোগ: মোস্তফা মৃধা বাড়ী, মধ্য পাড়া, পান্ডুঘর-৩৪৬১, বাঙ্গরা বাজার, মুরাদনগর, কুমিল্লা।
ইমেইল- jobayershopnoghuri@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বপ্নঘুড়ি.কম এ প্রকাশিত লেখা কপি করা নিষেধ Developed by Sazal Ahmed